ঢাকা | বঙ্গাব্দ

‘পৃথিবীর শেষ প্রান্ত’ পর্যন্ত তাড়ার অঙ্গীকার

এক ভাষণে মোদি বলেন. ‘আমরা তাদের পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত তাড়া করব।’
  • অনলাইন ডেস্ক | ২৫ এপ্রিল, ২০২৫
‘পৃথিবীর শেষ প্রান্ত’ পর্যন্ত তাড়ার অঙ্গীকার নরেন্দ্র মোদি

কাশ্মীরের পাহালগামে ভয়াবহ বন্দুক হামলার জন্য পাকিস্তানকে দায়ী করার পর বৃহস্পতিবার ভারত ও পাকিস্তান পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। নয়াদিল্লি থেকে এএফপি জানায়, মঙ্গলবার পর্যটনকেন্দ্র পাহালগামে ২৬ বেসামরিক নাগরিক হত্যার ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার অঙ্গীকার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, পাকিস্তান ‘সীমান্তপারে সন্ত্রাসে’ সহায়তা করছে।


‘আমি বিশ্বকে বলছি. ভারত প্রতিটি সন্ত্রাসী এবং তাদের পৃষ্ঠপোষকদের শনাক্ত করবে, অনুসরণ করবে ও শাস্তি দেবে,’ হামলার পর প্রথমবারের মতো দেওয়া এক ভাষণে তিনি বলেন। ‘আমরা তাদের পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত তাড়া করব।’ কাশ্মীরে ভারতীয় পুলিশ জানিয়েছে, পলাতক তিন বন্দুকধারীর মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক।


মুসলিম-সংখ্যাগরিষ্ঠ বিতর্কিত কাশ্মীর অঞ্চলের পাহালগামে হামলাটি ২৫ বছরে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা, যেখানে নিরাপত্তা বাহিনী লক্ষ্যবস্তু ছিল না। এই হামলার পর বুধবার রাতে নয়াদিল্লি ভারতের সঙ্গে পাকিস্তানের পানি বণ্টন চুক্তি স্থগিত করে, মূল স্থল সীমান্তপথ বন্ধ ঘোষণা করে, কূটনৈতিক সম্পর্ক হ্রাস করে এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে।


বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সেনাপ্রধান আসিম মুনিরসহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে বিরল জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক আহ্বান করেন। বৈঠক শেষে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তানের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার প্রতি যে কোনও হুমকির জবাব দেওয়া হবে কঠোর পাল্টা পদক্ষেপের মাধ্যমে।’ ‘যথাযথ তদন্ত ও যাচাইযোগ্য প্রমাণ ছাড়াই পাহালগাম হামলার সঙ্গে পাকিস্তানকে জড়ানো অর্থহীন, যুক্তিহীন ও বিপরীতমুখী,’ বলা হয় ওই বিবৃতিতে।


সূত্র: এএফপি


এসজেড