ঢাকা | বঙ্গাব্দ

‘ভ্লাদিমির,থামো!’

ট্রাম্প জেলেনস্কির বিরুদ্ধে ক্রিমিয়া নিয়ে আপস না করার অভিযোগ তুলেছেন।
  • অনলাইন ডেস্ক | ২৫ এপ্রিল, ২০২৫
‘ভ্লাদিমির,থামো!’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রাশিয়া কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প বিরলভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেছেন এবং ইউক্রেনে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ট্রাম্প সামাজিক মাধ্যমে বলেন, ‘কিয়েভে রুশ হামলায় খুশি নই। অপ্রয়োজনীয় এবং সময়টাও খুব খারাপ। ভ্লাদিমির, থামো! চলো, শান্তিচুক্তিটা সম্পন্ন করি!’


ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এ সপ্তাহে রাশিয়া সফর করছেন। তিনি পুতিনের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে চতুর্থ দফায় আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। জানুয়ারিতে ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর এটি তার চতুর্থ উদ্যোগ। রাশিয়ার তিন বছরব্যাপী আগ্রাসনে ইউক্রেন নিয়মিত বিমান হামলার শিকার হলেও শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কারণে কিয়েভে এমন প্রাণঘাতী হামলা তুলনামূলক কম ঘটে।


এই হামলা এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইউক্রেনকে যুদ্ধবিরতিতে রাজি করাতে চেষ্টা চালাচ্ছে। এ অবস্থায় ট্রাম্প জেলেনস্কির বিরুদ্ধে ক্রিমিয়া নিয়ে আপস না করার অভিযোগ তুলেছেন। জেলেনস্কি দক্ষিণ আফ্রিকায় সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের আইন ও সংবিধানের পরিপন্থী নই—এমন মিত্রদের সব প্রস্তাব বাস্তবায়ন করি।’


রাশিয়া বলেছে, তারা ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পের ওপর আঘাত হেনেছে, যার মধ্যে রকেট জ্বালানি ও গানপাউডার উৎপাদনকারী কারখানাও ছিল। গত মাসে রাশিয়া বেশ কয়েকটি প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে—যা ট্রাম্পের দ্রুত যুদ্ধ অবসানের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছে।


বুধবার ট্রাম্প অভিযোগ করেন, জেলেনস্কি ক্রিমিয়াকে রাশিয়ার বলে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে শান্তি প্রচেষ্টা বাধাগ্রস্ত করছেন। ট্রাম্প বলেন, ‘ক্রিমিয় তো বহু আগেই হারিয়ে গেছে।’ ২০১৪ সালে রাশিয়া কৃষ্ণসাগর উপকূলবর্তী ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় এবং ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের সমর্থন দেয়। ট্রাম্পের ‘ক্রিমিয়া হারিয়েছে’ মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘আমরা বহুদিন ধরেই এই ব্যাখাই দিয়ে আসছি, যা আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে পুরোপুরি মেলে।’


সূত্র: এএফপি


এসজেড