কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটকের নিহতের ঘটনার পর চরম উত্তেজনার মধ্যে পড়েছে ভারত ও পাকিস্তান। এরইমধ্যে আবারও নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল) দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সেনাবাহিনীর বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়ছে, গতকাল রাতে পাকিস্তানি বাহিনী লাইন অব কন্ট্রোলে (এলওসি) ভারতীয় পোস্টে উসকানিমূলক গুলি চালিয়েছে। এর জবাবে ভারতীয় বাহিনীও একাধিক পোস্ট থেকে পাল্টা গুলি ছুড়েছে।
ভারতীয় কর্মকর্তারা বলেছেন, ভারতীয় বাহিনী পাক গুলিবর্ষণের উপযুক্ত জবাব দিয়েছে।
গত মঙ্গলবার কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর এনিয়ে এলওসি বরাবর দুই দেশের বাহিনীর মধ্যে দ্বিতীয়বারের মতো গুলিবিনিময় হলো।
এক বিবৃতিতে ভারতের সেনাবাহিনী বলছে, এতে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ২৫-২৬ এপ্রিল রাতে কাশ্মীরে নিয়ন্ত্রণরেখাজুড়ে পাকিস্তান সেনাবাহিনীর একাধিক পোস্ট থেকে বিনা উস্কানিতে ছোট ছোট গুলি চালানো হয়। ভারতীয় বাহিনীও এর উপযুক্ত জবাব দিয়েছে। তবে এতে কোনও হতাহতের রিপোর্ট পাওয়া যায়নি।
এমন পরিস্থিতিতে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই দ্রুত সমাধান খোঁজার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ভারত-পাকিস্তানের বিরোধকে ঐতিহাসিক আখ্যা দেন। বলেন, ভারত-পাকিস্তান নিজেরাই কোনো না কোনোভাবে এটি মিটিয়ে নেবে।
তিনি বলেন, কাশ্মীরে যুদ্ধ তো শতাব্দী পুরোনো। আমি ভারতেরও খুব কাছের, পাকিস্তানেরও। তারা নিজেরাই সমাধান বের করে নেবে।
এর আগে, মার্কিন পররাষ্ট্র দপ্তরও জানায়, কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন কোনো অবস্থান না নিলেও তারা দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এছাড়াও যুক্তরাজ্য সরকার তাদের নাগরিকদের ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।
এদিকে দুই দেশের উত্তেজনায় মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দূতাবাসের মাধ্যমে কঠিন সময়ে উভয়পক্ষের মধ্যে বোঝাপড়া তৈরি করতে চায় তেহরান। এমনকি অন্য প্রতিবেশীর মতো উভয়পক্ষের মধ্যস্থতা করার অগ্রাধিকার তেহরানের রয়েছে বলেও মনে করেন তিনি।
thebgbd.com/NIT