ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসছে জামায়াতে ইসলামী

  • নিজস্ব প্রতিবেদক | ২৬ এপ্রিল, ২০২৫
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসছে জামায়াতে ইসলামী ফাইল ছবি

নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কার নিয়ে আলোচনা করতে আজ শনিবার (২৭ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসছে জামায়াতে ইসলামী। সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হবে।


জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। বৈঠক শেষে দলটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আলোচনার বিস্তারিত জানাবে।


এর আগে, ২০ মার্চ সংখ্যানুপাতিক নির্বাচন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদসহ নানা সাংবিধানিক সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনে লিখিত প্রস্তাব দেয় জামায়াত। দলটি জানিয়েছে, নির্দিষ্ট সময় নয়, বরং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার।


উল্লেখ্য, বিএনপিও এরই মধ্যে ঐকমত্য কমিশনের সঙ্গে তিন দফা বৈঠক করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব বৈঠক ভবিষ্যতের নির্বাচন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।


thebgbd.com/NIT