ঢাকা | বঙ্গাব্দ

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার কর্মসূচি

অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের কর্মসূচি তুলে ধরা হলো—
  • অনলাইন ডেস্ক | ২৬ এপ্রিল, ২০২৫
পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার কর্মসূচি কফিনে শায়িত পোপ ফ্রান্সিস।

আজ শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। তিনি গত সোমবার ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। সেভ্যাটিকান সিটি থেকে এএফপি জানায়, সেন্ট পিটার্স স্কয়ারে একটি বহুভাষিক প্রার্থনাসভার পর তাঁর কফিন নেওয়া হবে রোমের কেন্দ্রস্থলে অবস্থিত সান্তা মারিয়া মেজিওরে বাসিলিকায়, সেখানে তাকে সমাহিত করা হবে।


নিচে অনুষ্ঠানের কর্মসূচি তুলে ধরা হলো—


০৫:৩০ (বাংলাদেশ সময় সকাল ১১:৩০)

সেন্ট পিটার্স স্কয়ার উন্মুক্ত করে দেওয়া হবে।


০৯:৩০ (বাংলাদেশ সময় বিকাল ৩:৩০)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া সেন্ট পিটার্স স্কয়ারে পৌঁছবেন।


১০:০০ (বাংলাদেশ সময় বিকাল ৪:০০)

কার্ডিনালদের কলেজের ডিন, ইতালির জিওভান্নি বাতিস্তা রে-এর নেতৃত্বে অন্ত্যেষ্টিক্রিয়ার মূল প্রার্থনাসভা শুরু হবে।


শুক্রবার সন্ধ্যায় সিল করে রাখা পোপ ফ্রান্সিসের কাঠ ও দস্তায় তৈরি কফিনটি বাসিলিকার সামনে অস্থায়ীভাবে তৈরি একটি বেদীর সামনে রাখা হয়। বেদীর বাম দিকে, সেন্ট পিটার্সের সম্মুখীন হয়ে লাল পোশাকে কার্ডিনালরা বসবেন। ডান দিকে বসবেন বিশ্বের বিভিন্ন দেশের সরকারিভাবে আগত প্রতিনিধি দলগুলো, নামের অক্ষর অনুসারে।


প্রার্থনাসভার সময়কাল হবে আনুমানিক ৯০ মিনিট। এতে অংশ নেবেন ২২৪ জন কার্ডিনাল এবং ৭৫০ জন যাজক ও বিশপ।


অনুষ্ঠানের পর্যায়ক্রমিক অংশগুলো হবে—


ধর্মীয় পাঠ-


কার্ডিনাল রে-এর ধর্মোপদেশ-


বিভিন্ন ভাষায় প্রার্থনা-


রুটি ও মদের পবিত্রীকরণ-


অংশগ্রহণকারীদের মধ্যে শান্তিবার্তা বা করমর্দন-


ইউখারিস্ট-


এক মিনিট নীরবতা-


প্রধান যাজকের পবিত্র পানি ছিটানো-


প্রার্থনাসভার শেষে কফিনটি সেন্ট পিটার্স বাসিলিকার ভেতরে নেওয়া হবে।


প্রায় ১১:৩০ (বাংলাদেশ সময় বিকাল ৫:৩০)

কফিন সান্তা মারিয়া মেজিওরে বাসিলিকার উদ্দেশে যাত্রা করবে, যেখানে পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হবে।


শোকসন্তপ্ত জনগণ অন্ত্যেষ্টিক্রিয়ার শোভাযাত্রায় অংশ নিতে পারবেন না, তবে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে তারা শোভাযাত্রাটি দেখতে পারবেন।


চার কিলোমিটার দীর্ঘ যাত্রাপথে শববাহী গাড়িটি ধীরে ধীরে চলবে এবং এতে প্রায় ৩০ মিনিট সময় লাগবে। যাত্রাপথের গুরুত্বপূর্ণ স্থানগুলো হলো—


ভ্যাটিকান সিটির পশ্চিমদিকের গেট ‘পোর্তা দেল পেরুজিনো’


টাইবার নদী পার হওয়া-


কর্সো ভিটোরিও ইমানুয়েল-


পিয়াচ্ছা ভেনেজিয়া-


ভিয়া দেই ফোরি ইম্পেরিয়ালি-


কলোসিয়াম-


ভিয়া লাবিকানা-


ভিয়া মেরুলানা-


প্রায় ১২:০০ (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:০০)

কফিন সান্তা মারিয়া মেজিওরে পৌঁছবে। সেখানে 'দরিদ্র ও অসহায়' জনগণের একটি দল তাকে স্বাগত জানাবে।


কার্ডিনাল কেভিন ফ্যারেলের নেতৃত্বে, যিনি বর্তমানে ক্যামেরলেনগো হিসেবে নতুন পোপ নির্বাচনের আগ পর্যন্ত ভ্যাটিকানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন, অন্ত্যেষ্টিক্রিয়াটি ব্যক্তিগতভাবে সম্পন্ন হবে।


১২:৫০ (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৫০)

ডোনাল্ড ট্রাম্প সেন্ট পিটার্স স্কয়ার ত্যাগ করে রোমের ফিউমিচিনো বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন, যেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন।


সূত্র: এএফপি


এসজেড