ঢাকা | বঙ্গাব্দ

কঠিন পরীক্ষা, উতরাতে শক্তিশালী দল ঘোষণা আর্জেন্টিনার

২১ সদস্যের শক্তিশালী নারী ফুটবল দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
  • | ১৬ মে, ২০২৪
কঠিন পরীক্ষা, উতরাতে শক্তিশালী দল ঘোষণা আর্জেন্টিনার ফাইল ছবি

কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা। আর কিছুদিন পরই দুই প্রীতি ম্যাচে মাঠে নামবে তারা। ৩১ মে এবং ৩ জুন দুই প্রীতি ম্যাচে শক্তিশালী কোস্টারিকার বিপক্ষে লড়বে আলবিসেলেস্তারা। সেই দুই ম্যাচের জন্য ২১ সদস্যের শক্তিশালী নারী ফুটবল দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। 


৩১ মে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে সিউদাদ ডি বুয়েনস আইরেস স্টেডিয়ামে। স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে শুরু হবে ম্যাচটি। একই সময়ে ৩ জুন দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে সিউদাদ দে ভিসেন্টে লোপেজ স্টেডিয়ামে। ম্যাচ দুইটি সরাসরি সম্প্রচার করবে ডিরেক্টিভ স্পোর্টস। নারী ফুটবল র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা রয়েছে ৩৩তম স্থানে, যেখানে কোস্টারিকার অবস্থান ৪৪ এ। 


আর্জেন্টিনা দল :

ভেরোনিকা আকুয়ানা, রকিও দিয়াজ, লোরেনা বেনতেজ, জুলিয়েটা ক্রুজ, চেলেস্তে সান্তোস, মিরিয়াম মায়োরগা, লরিনা অলিভেরস, ইস্তেফানিয়া পালোমার, ভানিনা প্রেনিংনগার, এলিয়ানা স্টাবিলিয়ে, মরিয়ানা কালভো, মারিকেল পেরেইয়ারা, সোলানা পেরেইয়ারা, ভিরিজিনিয়া গোমেজ, আনিক্কা পাজ, আদ্রিয়ানা সাচ, রকিও বুয়েনো, মিলাগ্রস মার্টিন, মেলানাই তোরালেজ, বেলেন পোকো, মারগারিতা গিমেনেজ