বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শেরেবাংলা এ কে ফজলুল হক উপমহাদেশের এক অনন্যসাধারণ প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ ছিলেন।
আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান জাতীয় নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানান। তিনি লেখেন, শেরেবাংলা আজীবন গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত ছিলেন এবং ব্রিটিশবিরোধী আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয়। রাজনীতি, সমাজ, শিক্ষা ও কৃষির উন্নয়নে শেরেবাংলার অবদান অপরিসীম।
তারেক রহমান বলেন, ঋণ সালিশি বোর্ড গঠনের মাধ্যমে বাংলার শোষিত কৃষকদের মুক্তি এনে দিয়েছিলেন শেরেবাংলা। এছাড়া প্রজাস্বত্ব আইন, মহাজনি আইন, দোকান কর্মচারী আইন প্রণয়নের মাধ্যমে অবহেলিত কৃষক-শ্রমিকের ভাগ্যোন্নয়নে যুগান্তকারী অবদান রাখেন। স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিকবোধ সৃষ্টিতে শেরেবাংলার অবদান কখনো বিস্মৃত হবে না।
তিনি আরও বলেন, শেরেবাংলার অসাধারণ ব্যক্তিত্ব, রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তারেক রহমান পোস্টের শেষাংশে লেখেন, "আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।"
thebgbd.com/NA