ঢাকা | বঙ্গাব্দ

যেতে বললে অবশ্যই চলে যাবো, আঁকড়ে ধরার কিছু নেই: শিক্ষা উপদেষ্টা

  • নিজস্ব প্রতিবেদক | ২৩ জুলাই, ২০২৫
যেতে বললে অবশ্যই চলে যাবো, আঁকড়ে ধরার কিছু নেই: শিক্ষা উপদেষ্টা ফাইল ছবি

দায়িত্ব ছেড়ে দেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, ‘আমার কাজের কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আর আমার তো নিয়োগকর্তাও রয়েছেন। তারা যদি মনে করেন যে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাবো। আমার এখানে (শিক্ষা উপদেষ্টার পদ) আঁকড়ে ধরার বা নিজেকে জাস্টিফাই (সঠিক প্রমাণ) করার কোনো কিছু নেই। আমার এতটুকু বক্তব্য।’


আজ বুধবার (২৩ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নেরি জবাবে শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন।


‘সাময়িকভাবে শিক্ষার্থী-অভিভাবক সবাই একটু অব্যবস্থাপনা ও ভোগান্তির মধ্যে পড়েছেন, বিষয়টি এখন কীভাবে নিচ্ছেন’— এমন আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘তারা যদি মনে করেন... তারা ভোগান্তির মধ্যে পড়েছিলেন; আমার আজকের বক্তব্যের পর তাদের ধারণাটা পাল্টাবে বলে আমি মনে করি।’


গভীর রাতে পরীক্ষা স্থগিতের ঘোষণা সম্পর্কে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘বাস্তবে অনেক শিক্ষার্থী-অভিভাবক অসন্তুষ্টও হয়েছেন এজন্য যে— সময়মতো কেন পরীক্ষাটা হলো না। কাজেই সেটাও একটু বিবেচনার মধ্যে নিতে হবে। এমন অবস্থায় সিদ্ধান্ত হুট করে নেওয়াটা মোটেও সঠিক না।’


thebgbd.com/NIT