ঢাকা | বঙ্গাব্দ

ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

কুমিল্লা আদর্শ সদর উপজেলার রসুলপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে মিম আক্তার নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
  • | ১৬ মে, ২০২৪
ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু সংগৃহীত

কুমিল্লা আদর্শ সদর উপজেলার রসুলপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে মিম আক্তার নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১১ টার দিকে রসুলপুর স্টেশনের অদূরে মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে রেললাইনে অবস্থান করেছে স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা।


তাদের দাবি মাজার গেইট এলাকায় গেইট না থাকার কারণে আগেও এমন ঘটনা ঘটেছে। দ্রুতই যাতে এই এলাকায় গেইট ও গেইট ম্যান দেয়া হয়।


মৃত মিম আক্তার রসুলপুর স্টেশনের দক্ষিণ পাশের রসুলপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।


স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলে যাওয়ার সময় মাজার গেট দিয়ে রেল লাইন পার হচ্ছিল শিক্ষার্থী মিম।


ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও চট্টগ্রামগামী পর্যটন এক্সপ্রেস একসঙ্গে ক্রস করছিল। ওই শিক্ষার্থী একপাশের ট্রেন দেখলেও অপর পাশের ট্রেন না দেখায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পর থেকে অবরোধ শুরু করে শিক্ষার্থীরা।


কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকাবাসী ও শিক্ষার্থীরা প্ল্যাটফর্মে অবস্থান নেয় মাজার গেইট এলাকায় গেইট স্থাপন ও গেইট ম্যান দেয়ার জন্য। পরে স্থানীয় চেয়ারম্যান ও পুলিশের সঙ্গে কথা বলে শিক্ষার্থীরা গেইট করে দেয়া হবে এমন আশ্বাস পেয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।