ঢাকা | বঙ্গাব্দ

পিএসএলে সাফল্যের পর যুদ্ধের আতঙ্কে রিশাদ হোসেনের অভিজ্ঞতা

পাকিস্তানে চলমান সংকটের মধ্যে রিশাদ বলেন, “প্রথমে সবাই ভয় পেয়ে গিয়েছিল, কিছুটা আতঙ্ক ছিল।” এমন পরিস্থিতি মোকাবিলা করতে পরিবার ও টিম ম্যানেজমেন্টের সাপোর্ট নিতে হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১০ মে, ২০২৫
পিএসএলে সাফল্যের পর যুদ্ধের আতঙ্কে রিশাদ হোসেনের অভিজ্ঞতা রিশাদ হোসেন।

প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার রোমাঞ্চ ও পারফরম্যান্সের সঙ্গে, রিশাদ হোসেন ফিরে আসেন পাকিস্তান থেকে, যেখানে চলছিল ভারত–পাকিস্তান পাল্টাপাল্টি আক্রমণ। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচে ৯ উইকেট নেন রিশাদ, কিন্তু মাঠের বাইরের অভিজ্ঞতা ছিল কিছুটা ভিন্ন। পাকিস্তানিরা যখন যুদ্ধের মুখোমুখি, তখন বিদেশি ক্রিকেটাররা আতঙ্কিত হয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।


পাকিস্তানে চলমান সংকটের মধ্যে রিশাদ বলেন, “প্রথমে সবাই ভয় পেয়ে গিয়েছিল, কিছুটা আতঙ্ক ছিল।” এমন পরিস্থিতি মোকাবিলা করতে পরিবার ও টিম ম্যানেজমেন্টের সাপোর্ট নিতে হয়েছে। পাকিস্তান থেকে বিশেষ বিমানে দুবাই হয়ে ঢাকায় পৌঁছান রিশাদ এবং তাঁর সতীর্থ নাহিদ রানা।


পাকিস্তানে খেলা অবস্থায় রিশাদ তার সতীর্থ নাহিদকে শান্ত থাকতে বলেছিলেন, কারণ তাঁরা একে অপরকে সাপোর্ট করছিলেন। রিশাদ জানান, "নাহিদ কিছুটা ভয় পেয়ে ছিল, তবে আমি তাকে বলছিলাম, টেনশনের কিছু নেই, আমরা দুজন আছি।"


যুদ্ধের প্রভাবে বিদেশি ক্রিকেটাররা মানসিকভাবে ভেঙে পড়েছিল, তবে রিশাদ জানিয়েছিলেন, পিএসএল শুরু হলে তাঁর খেলার আগ্রহ থাকবে, তবে ভবিষ্যতে পাকিস্তানে যেতে গেলে একটি ভীতি থাকবে।


thebgbd.com/NIT