গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্য ও আন্তঃদলীয় সংলাপ অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে বিএনপি ও দলটির সাবেক জোটসঙ্গী খেলাফত মজলিস। বুধবার (২২ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দুই দলের শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়।
বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে এক ধাপ এগোলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনো বাকি। কোনো ইসলামী জোট গঠনের বিষয়ে বিএনপি চিন্তিত নয় বলেও উল্লেখ করেন তিনি।
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, জাতীয় ঐক্য সুসংহত করতে আন্তঃদলীয় সংলাপ অব্যাহত থাকবে। তিনি আরও জানান, প্রয়োজনীয় সংস্কারের পর দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে বিএনপির সঙ্গে তাদের ঐকমত্য রয়েছে।
ইসলামী দলগুলো নিয়ে সাম্প্রতিক রাজনৈতিক চর্চার প্রেক্ষাপটে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। গতকাল বরিশালে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই শীর্ষ নেতার বৈঠকের পর ইসলামী জোট গঠনের আলোচনা নতুন করে আলোচনায় আসে।
অন্যদিকে, জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কারের সুযোগ নেই। জনগণের আস্থা ধরে রাখতে সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা অপরিহার্য বলে মনে করেন তিনি।
বিএনপি ও খেলাফত মজলিসের এই বৈঠক এবং তাদের একসঙ্গে কাজ করার ঘোষণা দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
thebgbd.com/NIT