ঢাকা | বঙ্গাব্দ

কবে থেকে কমবে গরম, জানাল আবহাওয়া অফিস

দেশে আবারও চলছে তাপপ্রবাহ। যা চলবে আরও ২৪ থেকে ৪৮ ঘণ্টা থাকবে।
  • | ১৭ মে, ২০২৪
কবে থেকে কমবে গরম, জানাল আবহাওয়া অফিস তীব্র গরমে নাকাল জনজীবন

দেশে আবারও চলছে তাপপ্রবাহ। যা চলবে আরও ২৪ থেকে ৪৮ ঘণ্টা থাকবে। এরপর ২০ তারিখ থেকে সারাদেশে বৃষ্টি হলে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। যাতে কমবে গরম।   


আজ শুক্রবার (১৭ মে) চলমান তাপপ্রবাহ ও বৃষ্টিপাতের সম্ভাবনা নিয়ে আবহাওয়া অফিসে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। আবহাওয়া অফিসের মতে, আজকে ও কালকে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকবে। পরশু থেকে বৃষ্টির সম্ভাবনা আছে।


আজ থেকে আবারও ২৪ থেকে ৪৮ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কবার্তা শুরু। দেশে সবচেয়ে বেশি তাপমাত্রা ইশ্বরদীতে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সিলেট-চট্টগ্রামসহ দেশের উত্তর-পূর্বাঞ্চালে বৃষ্টি হতে পারে। ২০ থেকে ২২ তারিখের পর তাপমাত্রা আবারও বাড়বে।  


দেশের ৬৪ জেলায় বর্তমানে তাপপ্রবাহ চলছে। অনেক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরম বেশি অনুভূত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের কোথাও পরিমাপযোগ্য বৃষ্টিপাত হয়নি। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী শনিবার (১৮ মে) পর্যন্ত সারা দেশেই বয়ে যেতে পারে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এরপর ৫ থেকে ৬ দিন বৃষ্টি হতে পারে।


গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ দিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।