রাজধানীর ডেমরা চৌরাস্তা এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক তরুণী নিহত হয়েছেন। তিনি ভবঘুরে প্রকৃতির বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৭ মে) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. তৌহিদুল ইসলাম জানান, ওই তরুণী ভবঘুরে প্রকৃতির। ডেমরা চৌরাস্তা এলাকার ফুটপাতে থাকতো।
রাত আনুমানিক তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে ডেমরা চৌরাস্তায় রাস্তা পার হওয়ার সময় কোনো একটি যানবাহন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এসআই তৌহিদুল আরও জানান, নিহত ওই তরুণীর পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিম তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। তবে এতেও তার নাম পরিচয় জানা সম্ভব হয়নি।