ঢাকা | বঙ্গাব্দ

শাওনের উদ্দেশে ফেসবুক পোস্টে যা বললেন প্রেস সচিব

সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ আলোচিত নাম মেহের আফরোজ শাওন।
  • নিজস্ব প্রতিবেদক | ০৩ ফেব্রুয়ারি, ২০২৫
শাওনের উদ্দেশে ফেসবুক পোস্টে যা বললেন প্রেস সচিব ছবি : সংগৃহীত।

সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ আলোচিত নাম মেহের আফরোজ শাওন। গত তিন দিনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে নিয়ে নিজের ফেসবুক ওয়ালে চারটি পোস্ট করেছেন তিনি। সবগুলো পোস্টই অনেকটা সমালোচনামূলক। এবার সেই সমালোচনার জবাব দিয়ে পালটা পোস্ট করলেন প্রেস সচিব।


প্রেস সচিব লেখেন, ‘এটা ভালো যে, মেহের আফরোজ শাওন আমার ফেসবুক ডায়েরি পড়ছেন। আমি খুশি যে, কেউ আমার প্রতিটি লাইন গভীরভাবে পড়ছে। আমি লেখালিখি ভালোবাসি এবং যখন দেখি যে অনেক মানুষ আমার ডায়েরির এন্ট্রি পড়ছে, তখন ভালো লাগে।’


তিনি লেখেন, ‘বাংলাদেশে অনেক ভালো পাঠকের প্রয়োজন, যারা মাওয়ের লিটল রেড বুক -- আমাদের ক্ষেত্রে অপ্রাপ্ত আত্মজীবনী -- থেকে বাইরে গিয়ে বিভিন্ন ধরনের লেখালেখি পড়বে। আমি অনেক কিছু নিয়ে লিখেছি, যার মধ্যে (বিরোধপূর্ণভাবে) বাংলাদেশে গাঁজাসেবীদের অবস্থা নিয়ে বেশ কয়েকটি এন্ট্রি রয়েছে।

সবাই আমার ফেসবুক ওয়ালে স্বাগতম। গত বছর আমি সাড়ে পাঁচ লাখেরও বেশি শব্দ লিখেছি এবং হাজার হাজার বাস্তব ছবি পোস্ট করেছি (যার মধ্যে কিছু পেঙ্গুইনের ছবি আছে)। আমি নিশ্চিত, আমার পোস্টগুলো আপনাকে হতাশ করবে না!! একমাত্র যে বিষয়টি আপনাকে কষ্ট দিতে পারে তা হলো, আপনি এখানে টুঙ্গিপাড়ার অশান্ত সেই ছেলেটি বা বেঙ্গলের কসাইয়ের ওপর কোনো প্রশংসাসূচক লেখা পাবেন না।’



thebgbd.com/NA