ঢাকা | বঙ্গাব্দ

গোপন বৈঠক থেকে ৩১ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পের বাইরে গোপন বৈঠক থেকে ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
  • | ১৭ মে, ২০২৪
গোপন বৈঠক থেকে ৩১ রোহিঙ্গা আটক সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পের বাইরে গোপন বৈঠক থেকে ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ মে) দুপুরে উখিয়ার শহিদ মিনারের পাশের একটি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন। তিনি জানান, শহিদ মিনারের পাশের একটি বাড়িতে গোপনে বৈঠক করছিলেন ৩১ জন রোহিঙ্গা।

পরে গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে তাদেরকে আটক করা হয়। আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যাওয়া হয়। 


বৈঠকে পুরুষদের পাশাপাশি নারী রোহিঙ্গাও অংশ গ্রহণ করে।