ঢাকা | বঙ্গাব্দ

ইশরাকের জন্য আজ ‘লং মার্চ টু সচিবালয়’

  • নিজস্ব প্রতিবেদক | ১৭ মে, ২০২৫
ইশরাকের জন্য আজ ‘লং মার্চ টু সচিবালয়’ ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ শনিবার (১৭ মে) লং মার্চ টু সচিবালয় কর্মসূচি আহ্বান করা হয়েছে।


ঢাকা দক্ষিণ সিটিতে বসবাসকারী ভোটারদের পক্ষ থেকে সাধারণ নাগরিকরা এই কর্মসূচি পালন করবেন বলে গতকাল শুক্রবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা মহানগরের সাধারণ ভোটারদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার নগর ভবনের সামনে থেকে সচিবালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিন সকাল ৯টায় কর্মসূচি শুরু হবে।


thebgbd.com/NIT