বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন। তার সঙ্গে থাকবেন সাতজন চিকিৎসকসহ মোট ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই দিন রাত ১১টায় তিনি ঢাকা ত্যাগ করবেন।
লন্ডন এবং যুক্তরাষ্ট্রে চিকিৎসা নেবেন বেগম খালেদা জিয়া। তার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক এবং দলের শীর্ষ কয়েকজন কর্মকর্তা। দীর্ঘ আলোচনার পর অবশেষে এই সফরের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ হয়েছে।
সফরসঙ্গীদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন, ডা. মো. এনামুল হক চৌধুরী, তাবিদ মোহাম্মদ আওয়াল এবং শরিফা করিম স্বর্ণা। এছাড়া চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তা এবিএম আব্দুস সাত্তারসহ আরও কয়েকজন তার সঙ্গে থাকবেন।
বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা দুটি ধাপে সম্পন্ন হবে। প্রথমে লন্ডনে একটি মেডিকেল টিম তার শারীরিক পরীক্ষা করবে। এরপর তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে। চিকিৎসার পাশাপাশি সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা প্রাপ্তির পর বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাগারে এবং পরবর্তীতে গৃহবন্দি রাখা হয়। বারবার বিদেশে চিকিৎসার অনুমতি চাইলেও তৎকালীন সরকার নানা অজুহাতে তা প্রত্যাখ্যান করে। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি মুক্তি পান এবং বিদেশে যাওয়ার সুযোগ পান।
thebgbd.com/AR