ঢাকা | বঙ্গাব্দ

কাঙ্ক্ষিত সেবা দিয়ে জনগণের মন জয় করতে হবে: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, জনগণকে কাঙ্ক্ষিত আইনানুগ সেবা দিয়ে তাদের মন জয় করতে হবে এবং দেশের মানুষের জন্য ইতিবাচক কাজ করে পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৮ মে, ২০২৫
কাঙ্ক্ষিত সেবা দিয়ে জনগণের মন জয় করতে হবে: ডিএমপি কমিশনার ছবি : সংগৃহীত।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, জনগণকে কাঙ্ক্ষিত আইনানুগ সেবা দিয়ে তাদের মন জয় করতে হবে এবং দেশের মানুষের জন্য ইতিবাচক কাজ করে পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে। রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত গ্র্যান্ড মাস্টার প্যারেড পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

প্যারেডে পুলিশ অফিসার ও ফোর্সদের শারীরিক সক্ষমতা বাড়ানো এবং শৃঙ্খলা নিশ্চিত করার উদ্দেশ্যে বর্ণাঢ্য ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠানটি হয়। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক আলম।

ডিএমপি কমিশনার প্যারেড গ্রাউন্ডে পৌঁছে সশস্ত্র সালাম গ্রহণ করেন এবং বিভিন্ন ইউনিটের কন্টিনজেন্ট পরিদর্শন করেন। তিনি বলেন, মাস্টার প্যারেডের মূল লক্ষ্য অফিসার ও ফোর্সদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা। পুলিশ বাহিনী সুশৃঙ্খল, এখানে আইন ও বিধির বাইরে কোনো কাজের সুযোগ নেই। কর্মস্থল পরিষ্কার রাখার পাশাপাশি জনগণের কল্যাণে সবাই তাদের দায়িত্ব পালন করবেন। ঐক্যবদ্ধভাবে কাজ করে ডিএমপিকে আধুনিক ও আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা যাবে।

তিনি আরও বলেন, মানুষের সেবায় প্রতিটি কাজ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে করতে হবে, কঠোর পরিস্থিতিতেও দৃঢ় মনোবল রাখতে হবে। সকলকে নিরপেক্ষ থেকে জনসেবায় সম্পূর্ণ নিবেদিত হতে হবে।

মাস্টার প্যারেডে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, থানা অফিসার ইনচার্জ ও অন্যান্য পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

thebgbd.com/NA