ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন নিকারাগুয়ার

ঘোষণাটি মূলত একটি প্রতীকী, যেহেতু ইসরায়েলে নিকারাগুয়ান রাজধানী মানাগুয়াতে কোনো আবাসিক রাষ্ট্রদূত নেই।
  • | ১২ অক্টোবর, ২০২৪
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন নিকারাগুয়ার নিকারাগুয়া-ইসরায়েল

ফিলিস্তিনের গাজায় হামলার কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে নিকারাগুয়া। দেশটির ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যমে এই ঘোষণা দেন। একইসঙ্গে দেশটি ইসরায়েলি সরকারকে ‘ফ্যাসিবাদী এবং গণহত্যাকারী’ বলে অভিহিত করেছে। খবর আল জাজিরার।

এর আগে গাজা যুদ্ধের এক বছর পূর্তিতে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করে দেশটির কংগ্রেস। মুরিলো, যিনি প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী, বলেছেন তার স্বামী সরকারকে নির্দেশ দিয়েছেন ‘ইসরায়েলের ফ্যাসিবাদী ও গণহত্যাকারী সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে’।

ঘোষণাটি মূলত একটি প্রতীকী, যেহেতু ইসরায়েলে নিকারাগুয়ান রাজধানী মানাগুয়াতে কোনো আবাসিক রাষ্ট্রদূত নেই এবং দুই দেশের মধ্যে সম্পর্ক প্রায় অস্তিত্বহীন। এরপরও ঘোষণাটি এমন এক সময়ে এলো যখন গাজায় এবং লেবাননসহ মধ্যপ্রাচ্যজুড়ে নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

গাজায় গত বছরের ৭ অক্টোবর হামলার পরপরই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। সেসময় কলম্বিয়া, চিলি ও হন্ডুরাসসহ দক্ষিণ আমেরিকার আরও কয়েকটি দেশ ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নেয়। পরে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় কলম্বিয়াও।