ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। এক সময়ে পর্দায় চুম্বনের দৃশ্যেও রাজি ছিলেন না তিনি। যদিও, পরে নিজেই ভেঙেছেন সেই প্রতিজ্ঞা। ‘লাস্ট স্টোরিজ ২’ সিনেমাতে অভিনেতা বিজয় বর্মার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন তিনি। এ বার পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করার সময়ে আমাদের চেয়ে পুরুষদের বেশি অস্বস্তি হয়। ওরা ভাবেন, বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলে মহিলারা হয়ত খারাপ ভাববেন। মহিলাদের যাতে অস্বস্তি না হয়, সেই বিষয়টা নিয়ে ভাবতে হয়।’
'লাস্ট স্টোরিজ ২’-তে বিজয়ের সঙ্গে তামান্নার চুম্বনদৃশ্য নেটদুনিয়ায় বেশ সাড়া ফেলেছিল। সেই ছবির সময় থেকেই সম্পর্কে জড়ান তামন্না ও বিজয়। বিজয় ছাড়াও ‘জি করদা’ ওয়েব সিরিজে অভিনেতা সুহেল নায়ারের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন তামন্না।