বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক চেয়ারম্যান প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৭ মে) রাত আটটার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন পাথরঘাটায় উপজেলা ভূমি কর্মকর্তা খান সালমান হাবিব। পরে জরিমানার টাকা পরিশোধ করেন চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় পাথরঘাটা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসেন দোয়াত কলম মার্কার পথসভার আয়োজন করা হয়। পথসভায় আচরণবিধি লঙ্ঘন করে মিছিল নিয়ে অংশগ্রহণ করেন তার কর্মী ও সমর্থকরা।
এ বিষয়ে দোয়াত কলম প্রতীকের প্রার্থী এনামুল হোসাইন বলেন, কে বা কারা আমার সভাস্থলে শো-ডাউন দিয়েছে তা আমি জানি না। তবে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় আমি ভ্রাম্যমাণ আদালতের সিদ্ধান্ত মেনে নিয়েছি।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও পাথরঘাটা উপজেলা ভূমি কর্মকর্তা খান সালমান হাবিব বলেন, দোয়াত কলমের সমর্থনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে শোডাউন ও মিছিল করায় প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও ভবিষ্যতে এমন আচরণবিধি মেনে চলার জন্য তাকে সতর্ক করা হয়েছে।