ঢাকা | বঙ্গাব্দ

হেলমেট নেই যার, তেল নেই তার

ভৈরবে সড়কের পাশের পাম্পগুলোতে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে টানিয়ে দেয়া হয়েছে ‘হেলমেট নেই যার, তেল নেই তার’ লেখা সংবলিত ব্যানার।
  • | ১৮ মে, ২০২৪
হেলমেট নেই যার, তেল নেই তার ফাইল ছবি

সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি কমাতে কিশোরগঞ্জের ভৈরবে সড়কের পাশের পাম্পগুলোতে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে টানিয়ে দেয়া হয়েছে ‘হেলমেট নেই যার, তেল নেই তার’ লেখা সংবলিত ব্যানার। এ স্লোগানকে বাস্তবায়ন করতে মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার বাধ্যতামূলকের জন্য অভিযান শুরু করেছে ভৈরব হাইওয়ে পুলিশ।



সরেজমিনে দেখা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের ভাই ভাই ফিলিং স্টেশনের সামনে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকরা পাম্প থেকে তেল নিতে আসছে কিনা হাইওয়ে পুলিশ তা নজরদারি করছে। পুলিশের উপস্থিতিতে পাম্প মালিক-কর্মচারীরা হেলমেট পরিহিতদের কাছে তেল বিক্রি করছেন। যাদের হেলমেট নেই তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে।  


অবশ্য এ সময় অনেক মোটরসাইকেল চালকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডাও হয় পাম্প কর্মচারীদের। পরে পুলিশের পরামর্শে চালক ও আরোহীরা বিষয়টি স্বাভাবিক ভাবে মেনে নিয়ে ভবিষ্যতে হেলমেট ছাড়া রাস্তায় মোটরসাইকেল নিয়ে বের হবেন না বলে জানান।


ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া বলেন, পাম্প-মালিক কর্মচারীরা যদি এ নির্দেশনা বাস্তবায়নে সহযোগিতা করে তাহলে সড়কে প্রাণহানির ঘটনা অনেকটাই কমে আসবে।  

 

তিনি আরও বলেন, পাম্প মালিকদেরও পুলিশের পক্ষ থেকে সতর্ক করে দেয়া হয়েছে। কোনও মোটরসাইকেল আরোহীকে হেলমেট ছাড়া তেল দেয়া যাবে না। নির্দেশনা না মানলে পাম্পের মালিকদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।