ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে আগাম ভোটের ব্যালটে আগুন

পোর্টল্যান্ডের দক্ষিণ পূর্ব এলাকায় একটি ড্রপ বক্সে রাখা একটি ডিভাইস থেকে আগুনের সূত্রপাত হলে তিনটি ব্যালটের ক্ষতি হয়।
  • | ২৯ অক্টোবর, ২০২৪
যুক্তরাষ্ট্রে আগাম ভোটের ব্যালটে আগুন ভ্যাঙ্কুয়েভারে দুটি বাক্সে আগুন দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোট নেওয়ার জন্য রাখা ব্যালট ড্রপ বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দেশটির কিছু রাজ্যে অগ্রিম ভোট গ্রহণের জন্য এসব ড্রপ বক্স ব্যবহার করে থাকে। সোমবার (২৭ অক্টোবর) ভ্যাঙ্কুয়েভারে এ ধরনের দুটি বাক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এটি ওয়াশিংটন রাজ্যের একটি ছোট শহর। প্রতিবেশী অরেগন রাজ্যের পোর্টল্যান্ড থেকে দশ মাইলের মধ্যে এর অবস্থান।


এ ঘটনায় শত শত ব্যালটের ক্ষতি হয়েছে। এছাড়া পোর্টল্যান্ডের দক্ষিণ পূর্ব এলাকায় একটি ড্রপ বক্সে রাখা একটি ডিভাইস থেকে আগুনের সূত্রপাত হলে তিনটি ব্যালটের ক্ষতি হয়। কর্মকর্তারা বলছেন তারা আশা করছেন যে এগুলো বিচ্ছিন্ন ঘটনা। সেপ্টেম্বরে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সতর্ক করে বলে, কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারী ব্যালট বাক্সের ক্ষতি ও নাশকতাকে উৎসাহিত করছেন। 


সূত্র: বিবিসি