জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতাকেই প্রাধান্য দিতে হবে, শুধু দল বা মার্কা দেখে ভোট দিলে হবে না।
মঙ্গলবার (২৭ মে) চট্টগ্রামের চকবাজারে এক পথসভায় তিনি বলেন, “যদি দেখেন এনসিপি থেকে যোগ্য নেতৃত্ব নাই, আমাদের ভোট দেওয়ার প্রয়োজন নেই। যে সবার সেবা করবে, তাকেই ভোট দিন।”
তিনি আরও বলেন, “ভোট বিক্রি করলে তার পরিণতি পাঁচ বছর ভোগ করতে হবে।” দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে পরিবার থেকেই উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
তার ভাষায়, “বাবার ইনকাম প্রশ্ন করুন। ৪০ হাজার টাকার বেতনে ২৫ হাজার টাকার ভাড়া, দেড় লাখ টাকার আইফোন — সেটা কীভাবে সম্ভব?”
সভায় এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এনসিপি নেতার এমন বক্তব্যে দলটি রাজনৈতিক শুদ্ধতা ও জবাবদিহিতার বার্তা দিতে চাচ্ছে বলে মনে করা হচ্ছে।
thebgbd.com/NA