ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবার মোস্তাফিজুর রহমান সুযোগ পান ২০১৬ সালে। ওই আসর থেকে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার স্বপ্ন দেখতে শুরু করেন ফিজ। তার সেই স্বপ্ন আইপিএলের ১৭তম আসরে পূর্ণতা পেয়েছে। এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলছেন মোস্তাফিজ।
জাতীয় দলের মতোই চেন্নাইয়ের হয়ে খেলাটা উপভোগ করছেন মোস্তাফিজ। চেন্নাইয়ের ইউটিউব চ্যানেলে দেওয়া এক একটি সাক্ষাৎকারে দলের হয়ে কাটানো নিজের সুখকর সময়গুলো তুলে ধরেছেন ফিজ।
২০১৬ সালে নিজের প্রথম আইপিএলে সানরাইজার্স হায়দারাদের হয়ে খেলেন মোস্তাফিজ। ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে ‘ইমার্জিং প্লেয়ারের’ পুরস্কার জেতেন তিনি। পরের বছরও হায়দারাবদের হয়ে খেলেছেন তিনি। ২০১৮ সালে মোস্তাফিজকে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স।
২০২১ সালে মুম্বাই ছেড়ে রাজস্থান রয়্যালসে যোগ দেন মুস্তাফিজ। এরপর দিল্লি ক্যাপিটালসের হয়েও খেলেছেন তিনি। অবশেষে এবারের আইপিএলে চেন্নাইতে খেলার সুযোগ পান ফিজ।
২০১৬ সালে আইপিএলে নিজের প্রথম আসর থেকেই চেন্নাইতে খেলার স্বপ্ন দেখতে শুরু করেন জানিয়ে মোস্তাফিজ বলেন, ‘এবারই প্রথম চেন্নাই দলে খেলা। যখন আমি খেলা শুরু করি, বিশেষ করে ২০১৬ সালের আইপিএলে যখন খেলি, তখন থেকে চেন্নাই দলে খেলা স্বপ্ন ছিল আমার।’
আইপিএলের নিলামে চেন্নাই দলে সুযোগের পর রাতে ঘুমাতে পারেননি মোস্তাফিজ। তিনি বলেন, ‘এবার যখন চেন্নাইয়ে খেলার সুযোগের খবর পাই, ঐ রাতে আমার ঘুম আসেনি। আমি নিউজিল্যান্ডে ছিলাম, আমার পরের দিন খেলা ছিল। আমার মনে হয়, রাতে ঘণ্টাখানেকের মতো ঘুমিয়েছিলাম। এরপর দেখি শুধু ম্যাসেজ আসছে, চেন্নাই দলে সুযোগ পাওয়াতে সবাই অভিনন্দন জানাচ্ছিলো।’
এবারের আসরে চেন্নাইয়ে হয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ২৭ দশমিক ৩ ওভার বল করে ২৭৭ রানে ১২ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। দলের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারী ফিজ। জাতীয় দলের মতোই চেন্নাইয়ের হয়ে খেলা উপভোগ করছেন তিনি, ‘ “জাতীয় দলে যেমন সবাই ফ্রেন্ডলি, এখানে আসার পর আমার তেমন অস্বস্তি লাগেনি। এটাই মনে হয় অনেক বড় ব্যাপার।’
চেন্নাইয়ের সাবেক অধিনায়ক ধোনি ও দলের বোলিং কোচ ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোর তাকে অনেক পরামর্শ দিয়েছে বলে জানান মোস্তাফিজ। তিনি বলেন, ‘মাহি (ধোনি) ভাই কিছু ফিল্ডিং সেট আপ ও ব্রাভো ডেথ ওভারের ফিল্ডিং সেট আপের পরামর্শ দিয়েছে, এই ছোটছোট জিনিসগুলা খুব ভালো কাজে লেগেছে। বোলিং নিয়েই বেশি কথা হয়। এমনিতে এর বাইরে কম কথাই হয়। মাঠে কথা হয় টুকটাক, কোনটা করলে কি হয়। মাহি ভাই এসে আমাকে বলে, এটা করলে ভালো হতো।’