ন্যাপকিন একটি সাধারণ জিনিস! আর সেই সাধারণ জিনিসটিতে যদি থাকে লিওনেল মেসির স্বাক্ষর তাহলে অবশ্যই তা হয়ে উঠবে মহামূল্যবান, হয়েছেও তাই। শুক্রবার (১৮ মে) ব্রিটিশ অকশন হাউস বোনহামসের মাধ্যমে বিক্রি হয়ে গেল সেই মেসি-বার্সেলোনার ঐতিহাসিক প্রথম চুক্তির প্রমাণপত্র।
ব্রিটিশ নিলাম প্রতিষ্ঠান ধারণা করেছিল ৬ লাখ ৩৫ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে এর দাম। কিন্তু তাদের চমকে দিয়ে এই ন্যাপকিনের দাম উঠেছে ৯ লাখ ৬৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১১ কোটি ২৯ লাখ ৯৩ হাজার ২০১ টাকা)। নিলামে এর ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৩ লাখ ডলার।
বার্সা ও মেসির মধ্যকার সেই ন্যাপকিন পেপারে করা চুক্তিতে লেখা ছিল, বার্সেলোনায় ১৪ ডিসেম্বর, ২০০০ সালে মিনগেলা, হোরাশিও আর বার্সার ক্রীড়া পরিচালক কার্লোস রেক্সাসের উপস্থিতিতে পূর্ণ দায়িত্বের সঙ্গে নির্দিষ্ট অঙ্কে লিওনেল মেসিকে সই করানোর ব্যাপারে একমত হওয়া গেল।
এ সময় নিজের তত্ত্বাবধানে মেসির যত্ন নেয়ার প্রতিশ্রুতি দেন রেক্সাস। পরে এক সাক্ষাৎকারে রেক্সাস জানিয়েছিলেন, দুই পক্ষ মৌখিকভাবে সম্মত হওয়ার পর হাতের কাছে আর কিছু ছিল না। পরে হোটেলে ন্যাপকিনে স্বাক্ষর করিয়েছিলেন মেসিকে
মেসির নাম থাকলে বিশ্বাসযোগ্যতা আরও বাড়বে বলে র্জজকে (মেসির বাবা) রাজি করিয়েছিলেন তিনি।
এরপরের ইতিহাস তো সবারই জানা। ধীরে ধীরে বার্সেলোনা তথা বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার হয়ে উঠেন এলএমটেন। ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপা বার্সার জার্সিতে জিতেছেন। জাতীয় দলের জার্সিতেও ছুঁয়েছেন স্বপ্নের সোনালী ট্রফিসহ সব আন্তর্জাতিক শিরোপা।
তবে মেসির সঙ্গে বার্সেলোনার বিচ্ছেদটা হয়েছিল করুণভাবে। ২০২১ সালে আর্থিক সংকটে পড়ে নিজেদের ক্লাব ইতিহাসের সেরা ফুটবলারকে ছেড়ে দেয় কাতালানরা। অবশ্য তার আগে স্প্যানিশ জায়ান্টদের জার্সিতে ৭৮২ ম্যাচে ৬৭৪টি গোল করেন তিনি। ২০০৪ থেকে ২০২১ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিসহ বার্সাকে জেতান ৩৫ শিরোপা। যেখানে রয়েছে ৪টি চ্যাম্পিয়নস লিগ ও ১০টি লা লিগা শিরোপা।
ব্যক্তিগত অর্জনও কম নয় বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠ মাতানো এ আর্জেন্টাইন কিংবদন্তির। রেকর্ড ৮ বার জিতেছেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর।
তিনবার ফিফ দ্য বেস্ট, ৬ বার ইউরোপিয়ান গোল্ডেন বুট ও অলিম্পিকের গোল্ড মেডেলসহ অসংখ্য পুরস্কার।