ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সনের চৌধুরী বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান।
শুক্রবার (১৮ মে) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মাধ্যমে এ অভিযোগ করেন তিনি। এই প্রার্থী জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য মোখলেছুর রহমান বলেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী একজন আইন প্রণেতা হয়েও প্রতিনিয়ত আইন ভঙ্গ করছেন। উপজেলা নির্বাচন বিধি অনুযায়ী কোনো সংসদ সদস্য তার এলাকায় কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে বা নির্বাচনকে প্রভাবিত করতে পারবেন না। কিন্তু তফসিল ঘোষণার পর থেকেই নিজ বাড়িতে অবস্থান করছেন।
তিনি চেয়ারম্যান প্রার্থী কাউছার ভূঁইয়ার পক্ষে নিজ বাসভবনে বসে সুকৌশলে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের তার বাড়িতে ডেকে নিয়ে তাদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত মিটিং করছেন ও অর্থ প্রদানসহ কাউছার ভূঁইয়ার পক্ষে ভোট দেয়ার নির্দেশ দিচ্ছেন।
তিনি আরও বলেন, বিষয়গুলো নিয়ে আমি রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের একাধিকবার লিখিত ও মৌখিকভাবে অভিযোগ করেছি। কিন্তু তারা নির্বিকার রয়েছেন। যার কারণে এমপি সাহেব এসব কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন।
সম্প্রতি সংসদ সদস্য নিক্সন চৌধুরীর অসুস্থ মাকে দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্ব-পরিবারে ফটোসেশন করেন। এই ছবি ব্যবহার করে এমপি নিক্সন চৌধুরী ও তার অনুসারীরা এলাকায় প্রভাব বিস্তার করছেন বলে চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, এমপি মহোদয় প্রধানমন্ত্রীর সঙ্গে তার পারিবারিক সম্পর্কের বিভিন্ন বিষয়সহ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে সু-কৌশলে প্রচার করে ভোটারদের প্রভাবিত করার অপচেষ্টা চালাচ্ছেন।
তার অনুসারীরাও ভোটারদের বলছেন, এমপির প্রার্থীই আওয়ামী লীগের প্রার্থী, এভাবে নির্বাচনে ভীতি ছড়ানো হচ্ছে। এছাড়া সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান তার কর্মী সমর্থকদের হুমকি-ধমকিসহ হামলার ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন এমপি নিক্সনের অনুসারীদের বিরুদ্ধে।
এ সময় উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা।
তবে এসব অভিযোগের বিষয়ে সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বলেন, যে প্রার্থী সংবাদ সম্মেলনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন, তিনি আসলেই বুঝতে পেরেছেন ভোটের মাঠে তার অবস্থা খুবই খারাপ, যে কারণে এমন আবোল-তাবোল কথা বলছেন।
তিনি পাল্টা অভিযোগ তুলে বলেন, নির্বাচন কমিশনের আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল, আমি কোনো মিটিং মিছিল করিনি। তবে একজন মানুষ সে কি তার বাড়িতে যেতে পারবে না। আমার বাড়িতে যাওয়া তো কারও জন্য নিষেধ নাই।