ঢাকা | বঙ্গাব্দ

রাফির অ্যাকাউন্টে কোনো লেনদেন হয়নি: সারজিস আলম

রাফির অ্যাকাউন্টে কোনো লেনদেন হয়নি বলেছেন সারজিস আলম।
  • নিজস্ব প্রতিবেদক | ০৮ জানুয়ারি, ২০২৫
রাফির অ্যাকাউন্টে কোনো লেনদেন হয়নি: সারজিস আলম ছবি : সংগৃহীত।

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান মাহমুদ তালাত রাফির বিকাশ অ্যাকাউন্টে ৩২ কোটি টাকা লেনদেনের খবর প্রকাশ করেছে একটি অনলাইন পোর্টাল।


প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ১ আগস্ট থেকে ১ অক্টোবর পর্যন্ত ওই অ্যাকাউন্টে প্রায় ৩২ লাখ টাকা লেনদেন হয়েছে। তবে এই তথ্যকে ভুল বলে দাবি করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি জানান, ওই সময়কালে ওই অ্যাকাউন্টে কোনো লেনদেনই হয়নি। সারজিস বলেন,  জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত একমাত্র ২০ টাকা লেনদেন হয়েছিল।


সারজিস আলম জানিয়েছেন, ওই অনলাইন পোর্টালটি মিথ্যা তথ্য ছড়ানোর জন্য দুঃখ প্রকাশ করে এবং নিউজটি ডিলিট করেছে। পোর্টালটি জানিয়েছে, ওই প্রতিবেদনের জন্য দায়ী সাংবাদিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তারা রাফির মানহানির জন্যও ক্ষমা প্রার্থনা করেছে।


এছাড়া, সারজিস আলম বলেন, যেখানে থেকে এই তথ্য সংগ্রহ করা হয়েছিল, সেই পেজের তথ্যসূত্রগুলোও ভুল এবং ভিত্তিহীন প্রমাণিত হয়েছে।


thebgbd.com/NA