ঢাকা | বঙ্গাব্দ

মিউনিখ বিমানবন্দরের রানওয়ে অবরোধ, ৮ পরিবেশকর্মী গ্রেফতার

বিমানবন্দরের একজন মুখপাত্র জানান, প্রায় দুই ঘণ্টা ধরে বিমানবন্দরটি পুরোপুরি বন্ধ ছিল। প্রায় ১১টি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে এবং প্রায় ৬০টি বাতিল করা হয়েছে।
  • | ১৮ মে, ২০২৪
মিউনিখ বিমানবন্দরের রানওয়ে অবরোধ, ৮ পরিবেশকর্মী গ্রেফতার বিমানবন্দরের রানওয়েতে বসে পড়েন ছয় ব্যক্তি
জার্মানির মিউনিখ বিমানবন্দরের রানওয়ে অবরোধের দায়ে আট পরিবেশকর্মীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এই ঘটনায় বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে সাপ্তাহিক ছুটির এই ব্যস্ত সময়েও প্রায় ৬০টি ফ্লাইট বাতিল করেছে।

শনিবার (১৮ মে) স্থানীয় সময় ভোর ৪টা ৪৫ মিনিটে তারা বিমানবন্দরের রানওয়ে অবরোধ করেন।

পুলিশের এক মুখপাত্র বলেছেন, ছয়জন পরিবেশকর্মী বিমানবন্দরের রানওয়ে অবরোধ করে রাখেন। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। বিমানবন্দরের রানওয়ে বিমান উড্ডয়ন এবং অবতরণের জন্য উন্মুক্ত রয়েছে বলেও জানান তিনি।

জলবায়ু আন্দোলন সংগঠন লাস্ট জেনারেশন অতীতে একই ধরনের প্রতিবাদ করেছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিবাদের ছবি পোস্ট করে বলে, ‘সমস্যা সরকার, ছুটি নয়।’

সংগঠনটি পরে বলেছে, ছয়জন ব্যক্তি স্থানীয় সময় ভোর ৪টা ৪৫ মিনিটে (জিএমটি ০২.৪৫) বিমান চলাচল বন্ধ করতে বিমানবন্দরের রানওয়েতে বসে পড়েন। এয়ারলাইনগুলোকে রেলের খরচে ভর্তুকি দেওয়ার কারণে বার্লিনের সমালোচনায় এই প্রতিবাদ করা হয়।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার বলেছেন, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হবে।

এক্সে তিনি লিখেছেন, ‘এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বিমান ট্র্যাফিককে বিপন্ন করে এবং জলবায়ু সুরক্ষার ক্ষতি করে। কারণ, তারা শুধুমাত্র ঘৃণা এবং ক্রোধের কারণে এমন করেছে।’

তিনি বলেন, ‘অপরাধীদের অবশ্যই কঠোরভাবে নজরে রাখা হবে।’

জার্মানির পরিবহনমন্ত্রী ভলকার উইসিং বলেছেন, অপরাধমূলক কর্মকাণ্ডের শাস্তির জন্য নতুন আইনের প্রয়োজন ছিল, যেখানে দুই বছর পর্যন্ত জেল হতে পারে। বর্তমান আইন এগুলোকে ছোটখাটো অপরাধ হিসেবে গণ্য করে।

বিমানবন্দরের একজন মুখপাত্র জানান, প্রায় দুই ঘণ্টা ধরে বিমানবন্দরটি পুরোপুরি বন্ধ ছিল। প্রায় ১১টি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে এবং প্রায় ৬০টি বাতিল করা হয়েছে।