ঢাকা | বঙ্গাব্দ

দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ২

  • | ২৬ এপ্রিল, ২০২৪
দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ২ ট্রাকের সংঘর্ষ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে দুটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন।


আজ শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে ঘোড়াঘাট উপজেলার টিএনটি মিশন মোড়  এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন জয়পুরহাটের চৌমনী এলাকার ট্রাকচালক গোলাম রাব্বি (৪৫) এবং তার সহকারী ও একই এলাকার রেজয়ান (২৮)।


স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুরের দিক থেকে আসা ভুট্টাবোঝাই ট্রাক দিনাজপুর শহরমুখী সারবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।


ঘোড়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভুট্টাবোঝাই ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। দুটি ট্রাক জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ নেয়া হচ্ছে।