ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলি সেনাদের ওপর হামাসের একাধিক হামলার দাবি

জাবালিয়ার রাস্তাগুলো অনেক সরু। এতে করে তারা সব জায়গায় ট্যাংক নিয়ে যেতে পারছে না। কিন্তু হামাসের যোদ্ধারা ঠিকই হঠাৎ করে এসে তাদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।
  • | ১৯ মে, ২০২৪
ইসরায়েলি সেনাদের ওপর হামাসের একাধিক হামলার দাবি সবচেয়ে তীব্র যুদ্ধ হচ্ছে জাবালিয়াতে

গাজায় অবস্থানরত ইসরায়েলের সেনাদের ওপর একাধিক হামলার দাবি জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।

শনিবার (১৮ মে) ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস জানিয়েছে তাদের স্নাইপাররা জাবালিয়ার পূর্বাঞ্চলে এক সেনাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে।

তারা আরও জানিয়েছে, রাফাহর পূর্বাঞ্চলের তাল-তানুর এলাকায় ১৫ ইসরায়েলি সেনাদের ওপর প্রথমে এন্টি-পারসোনেল ডিভাইস দিয়ে হামলা চালানো হয়। এরপর এই সেনারা যে বাড়িতে অবস্থান নিয়েছিল সেখানে হালকা অস্ত্র ও হ্যান্ড গ্রেনেড ব্যবহার করে হামলা চালানো হয়।

একই এলাকায় ইয়াসিন-১০৫ রকেট ব্যবহার করে একটি মারকাভা ট্যাংকে হামলারও দাবি জানিয়েছে তারা।

এছাড়া রাফাহ ক্রসিংয়ে গোলা বর্ষণ এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে একটি ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টারে হামলা করা হয়েছে বলে জানিয়েছে সশস্ত্র এ গোষ্ঠী।

হামাস আরও জানিয়েছে, শনিবার রাফাহতে ইসরায়েলের একটি বুলডোজার উড়িয়ে দেওয়া হয়েছে।

ইসরায়েলি সেনারা বর্তমানে সবচেয়ে বেশি হামলা চালাচ্ছে জাবালিয়া শরণার্থী শিবিরে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, চলমান এ যুদ্ধে সবচেয়ে তীব্র যুদ্ধ হচ্ছে জাবালিয়াতেই। কারণ জাবালিয়ার রাস্তাগুলো অনেক সরু। এতে করে তারা সব জায়গায় ট্যাংক নিয়ে যেতে পারছে না। কিন্তু হামাসের যোদ্ধারা ঠিকই হঠাৎ করে এসে তাদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।

ইসরায়েল দাবি করেছে, জাবালিয়াতে তারা হামাসের শতাধিক যোদ্ধাকে হত্যা করেছে। এছাড়া গতকাল জাবালিয়া থেকে তিন জিম্মির মরদেহ উদ্ধারের তথ্য জানায় তারা।

সূত্র: আল জাজিরা