ঢাকা | বঙ্গাব্দ

মার্কিনিদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা

রোববার ইসলামিক প্রজাতন্ত্র মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে হুমকি দিয়েছে এবং সতর্ক করেছে।
  • অনলাইন ডেস্ক | ২৩ জুন, ২০২৫
মার্কিনিদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর রোববার মার্কিন নাগরিকদের জন্য ‘বিশ্বব্যাপী সতর্কতা’ জারি করে বলেছে, মধ্যপ্রাচ্যের সংঘাত বিদেশে ভ্রমণকারী বা বসবাসকারীদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


পররাষ্ট্র দপ্তর জারিকৃত নিরাপত্তা সতর্কতায় বলা হয়েছে, ‘ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ব্যাহত হচ্ছে এবং অঞ্চলটির আকাশসীমা কখনও কখনও বন্ধ রাখা হচ্ছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থবিরোধী বিক্ষোভের আশঙ্কা রয়েছে। পররাষ্ট্র দপ্তর ‘বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের আরও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে।


বিবৃতিতে মার্কিন রাতের বেলায় বিমানের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালানোর বা সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কোনও উল্লেখ করা হয়নি। তবে তেহরানের মতে এই পদক্ষেপের ‘অপূরণীয় পরিণতি’ হবে বলে উল্লেখ করেছে।


রোববার ইসলামিক প্রজাতন্ত্র মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে হুমকি দিয়েছে এবং সতর্ক করেছে। পেন্টাগনের মতে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দেওয়ার জন্য ভয়াবহ বিমান হামলার প্রতিশোধ হিসেবে মার্কিন বাহিনীর ওপর আক্রমণ করা হতে পারে। 


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়াতি সরকারি বার্তা সংস্থা আইআরএনএ-তে প্রকাশিত এক বার্তায় বলেছেন, ‘এই অঞ্চলের বা অন্য কোথাও যে কোনও দেশকে মার্কিন বাহিনী ইরানে হামলা চালানোর জন্য ব্যবহার করলে, আমাদের সশস্ত্র বাহিনী তাদেরকে লক্ষ্যবস্তু করবে।’ মার্কিন যুক্তরাষ্ট্র শনিবার থেকে ইসরায়েল থেকে মার্কিন নাগরিক এবং ইসরায়েল বা পশ্চিম তীরে বসবাসকারী স্থায়ী মার্কিন বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ফ্লাইট শুরু করেছে। 


সূত্র: এএফপি


এসজেড