তিন দশক আগে ইউরোপের বলকান অঞ্চলে ছড়িয়ে পড়া যুদ্ধে ব্রিটিশ এক নারীর দুঃসাহসিক উদ্ধার অভিযান তাকে রাতারাতি বীরের খেতাব এনে দেয়।
শেশি বেকার নামে ব্রিটিশ ওই নারীর বয়স তখন ৩০ বছর। ক্রোট ও সার্বদের বর্বর হামলায় রসনিয়ার মোস্তার শহর তখন নরকে পরিণত হয়েছিল।
জীবনের ঝুঁকি নিয়ে ওই ব্রিটিশ মানবাধিকার কর্মী গুরুতর আহত নারী ও শিশুদের মোস্তার থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতেন। খবর আনাদোলুর।
তার এ বীরোচিত কাজের জন্য তাকে তখন ‘অ্যাঞ্জেল অব মোস্তার’ বা ‘মোস্তারের ফেরেশতা’ বলে অভিহিত করা হতো।
কয়েক দশক পর সেই বীর নারী এখন গাজায় ইসরায়েলি বর্বরতায় আহত ফিলিস্তিনি শিশুদের উদ্ধার করার কাজে এসেছেন।
সম্প্রতি গাজা থেকে ৯ শিশুকে উদ্ধার করে প্রাইভেট উড়োজাহাজে করে তিনি ইতালিতে নিয়ে গেছেন চিকিৎসার জন্য। এদের মধ্যে ইসরায়েলি মিসাইলের আঘাতে অঙ্গ হারানো ৩ বছরের শিশু আহমেদ সাব্বাত ও ইউসুফ হাতাব নামে দুই শিশুও রয়েছে।
এ জন্য নানা ঝামেলা পোহাতে হয়েছে তাকে। ইসরায়েলি বাধা জয় করে তবেই তার জেট বিমানে করে শিশুদের নিয়ে ইতালি যেতে পেরেছেন তিনি।
শিশুদেরকে প্রথমে মিশরের কায়রোতে নেওয়া হয়, সেখান থেকে বিমানে করে ইতালির হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।