ঢাকা | বঙ্গাব্দ

ইন্টার মিলানকে হারিয়ে শেষ আটে ফ্লুমিনেন্স

  • নিজস্ব প্রতিবেদক | ০১ জুলাই, ২০২৫
ইন্টার মিলানকে হারিয়ে শেষ আটে ফ্লুমিনেন্স ফাইল ছবি

শুরু আর শেষটায় দুই গোল, মাঝে বল দখল থেকে শুরু করে সবদিক থেকেই এগিয়ে ছিল প্রতিপক্ষ ইন্টার মিলান। তবে দুটি গোলই বসেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের নামের পাশে। যা আবারও হৃদয়ভাঙা বিদায়ের গল্প লিখল ইউরোপের অন্যতম জায়ান্ট ইন্টারের। এক মাস আগেই তারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির কাছে হেরেছিল। এবার ফিফা ক্লাব বিশ্বকাপে ইন্টারের যাত্রা থামলো শেষ ষোলোতে।


গতকাল (সোমবার) দিবাগত রাতে নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে মুখোমুখি হয় ইতালি ও ব্রাজিলের ক্লাব ইন্টার–ফ্লুমিনেন্স। যেখানে ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই আর্জেন্টাইন স্ট্রাইকার জার্মান কানোর গোলে ফ্লুমিনেন্স লিড নেয়। পুরো ম্যাচে সেটি আর শোধ করতে পারেনি লাউতারো মার্টিনেজ–থুরামদের ইন্টার। উল্টো যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সেলেসাও মিডফিল্ডার হারকিউলিস পেরেইরা আরেক গোল করে ২–০ গোলের জয় নিশ্চিত করেন।


এই জয়ে দ্বিতীয় ব্রাজিলিয়ান ক্লাব হিসেবে বিশ্বকাপের শেষ আটে উঠল ফ্লুমিনেন্স। যেখানে তারা আগামী শনিবার লড়বে ম্যানচেস্টার সিটি ও আল-হিলালের মধ্যকার বিজয়ী দলের সঙ্গে। ফ্লুমিনেন্সের কাছে পরাজিত ইতালিয়ান ক্লাব ইন্টারই অবশ্য ম্যাচজুড়ে আধিপত্য দেখায়। তাদের দখলে বল ছিল ৬৯ শতাংশ। যদিও ভালো সুযোগ তৈরিতে এগিয়ে ছিল সেলেসাও দলটি। এ ছাড়া ১৬ শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে পারে মিলানের প্রতিনিধিরা। বিপরীতে ১১টি শট নিয়ে সমান ৪টি লক্ষ্যে ছিল ফ্লুমিনেন্সের।


ম্যাচটিতে তিনজন ডিফেন্ডার দিয়ে লাইনআপ সাজিয়েছিলেন ফ্লুমিনেন্সের কোচ রেনাতো গাউচো। যা ২০২৩ কোপা লিবার্তাদোরেস চ্যাম্পিয়নদের (লাতিন ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা) পক্ষে পুরোদমে কাজে লেগেছে। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান এই কোচ জানান, ‘আমি তাদের মাথায় ঢুকিয়ে দিই যে, এটি (৩ ডিফেন্ডারের ফরমেশন) কাজ করবে। ইন্টার দুর্দান্ত দল, আমাদের চেয়ে তাদের অনেক বেশি অর্থ আছে। তবে মাঠে লড়ে ১১ জনের বিপক্ষে ১১ জন। ৯০ মিনিটই দলটির বিশ্বাস ছিল, লড়াই করেছে এবং মনোযোগ ধরে রাখে পুরোদমে।’


thebgbd.com/NIT