ইসরায়েলি সেনাবাহিনী তারা মঙ্গলবার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হুথিরা ইসরাইলে ড্রোন হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলি বিমানবাহিনী সাইরেন বাজানোর পর, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।’
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি হামলার বিষয়টি নিশ্চিত করে টেলিগ্রামে এক পোস্টে লিখেছেন, ‘ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ফিলিস্তিন ২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইয়াফা দখলকৃত এলাকার লদ বিমান বন্দরকে লক্ষ্য করে একটি সামরিক হামলা পরিচালনা করেছে।’
তিনি বলেন, অভিযানটি তার লক্ষ্য অর্জন করেছে এবং ‘লাখ লাখ দখলদার ইহুদিবাদীদের আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য করেছে। এই হামলার কারণে বিমান বন্দর কর্তৃপক্ষ তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।’
এই হামলাটি প্রতিহতের পর, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ‘ইয়েমেনের সঙ্গেও তেহরানের মতো আচরণ করা হবে।’ কাৎজের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তেহরানে সাপের মাথায় আঘাত করার পর, আমরা ইয়েমেনের হুথিদের ওপরও হামলা করব। যে কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুলবে তার হাত কেটে ফেলা হবে।’
সূত্র: এএফপি
এসজেড