ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে ‘মেগাস্টার’ বলা নিয়ে সম্প্রতি মন্তব্য করে আলোচনা-সমালোচনার মুখে পড়েন অভিনেতা জাহিদ হাসান। এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘মেগাস্টার’ শব্দটি তার কানে লাগে। তবে বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে এখন তিনি স্পষ্টভাবে বলছেন, কাউকে ছোট করার কোনো অভিপ্রায় তার ছিল না।
জাহিদ হাসান বলেন, “আমি নিজেই তো ছোট মানুষ, তাকে (শাকিব খান) ছোট করতে যাব কেন। হয়তো আমি কথাটা ভালোভাবে বুঝাতে পারিনি, কিংবা আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন হয়েছে।”
তিনি জানান, আসলে তার বক্তব্য ছিল— বিশ্বমানের তারকারা যেমন টম ক্রুজ, শাহরুখ খান, সালমান খান বা দিয়েগো মেরাডোনার নামের আগে কোনো বিশেষণ লাগে না, কারণ তাদের নামই যথেষ্ট। তেমনি শাকিব খানের নামও তার পরিচয়ের জন্য যথেষ্ট।
তিনি বলেন, “আমি বলতে চেয়েছি, কাউকে ছোট করে কেউ বড় হয় না। আমি কাউকে ছোট করতে চাইও না। আমি নিজেই তো ছোট মানুষ। পাগল নাকি আমি (হাসি)।”
শাকিব খান ভক্তদের আবেগের প্রতি সম্মান জানিয়ে জাহিদ হাসান বলেন, “আমি তাদের অনুভূতিকে সম্মান করি। তারা মন খারাপ করেছে, এটাই তো ইতিবাচক। কারণ তারা শাকিবকে ভালোবাসে। আমরাও তাকে ভালোবাসি। তারা যদি আমার বক্তব্য সঠিকভাবে বুঝতে পারত, তাহলে হয়তো শাকিব আরও বড় হতো।”
তিনি আরও বলেন, “শাকিব আমাদের ইন্ডাস্ট্রির অংশ। আমাদের জিনিস আমাদের মতো করে রাখতে হবে। নিজেদের মধ্যে যদি এমন বিভেদ তৈরি করি, সেটা ভালো নয়। সবসময় মনে রাখতে হবে, কাউকে ছোট করে কেউ বড় হয় না। এই পৃথিবীতে এমন কেউ হয়নি।”
thebgbd.com/NIT