‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ার শোতে ঘটে যাওয়া একটি মর্মান্তিক দুর্ঘটনার কারণে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও প্রেক্ষাগৃহ মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। ৪ ডিসেম্বর হায়দরাবাদের চিক্কদপল্লীর সন্ধ্যা থিয়েটারে পদদলিত হয়ে ৩৫ বছর বয়সী রেবতী মারা যান এবং তার ১৩ বছরের ছেলে শ্রীতেজ গুরুতর আহত হন।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, সেদিন রাত সাড়ে ৯টার শোতে ভিড়ের মধ্যে রেবতী ও শ্রীতেজ থিয়েটারে ঢোকার চেষ্টা করেন। শ্রীতেজ ভিড়ে শ্বাসকষ্টে জ্ঞান হারালে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং রেবতী পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
রাত সাড়ে ১০টায় আল্লু অর্জুন প্রেক্ষাগৃহে হঠাৎ উপস্থিত হন। তার উপস্থিতির খবর আগাম জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে। আল্লুকে এক নজর দেখার জন্য দর্শক ও ভক্তরা প্রেক্ষাগৃহে হুড়োহুড়ি শুরু করে। নিরাপত্তা রক্ষীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও বিশৃঙ্খলা আরও বেড়ে যায়।
এ ঘটনায় রেবতীর পরিবার চিক্কদপল্লী থানায় আল্লু অর্জুন, তার নিরাপত্তা দল, এবং প্রেক্ষাগৃহের মালিকের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে নিরাপত্তার অভাব, ভক্তদের সঙ্গে অসদাচরণ এবং নিরাপদ প্রবেশ ও প্রস্থান পরিকল্পনার অভাব।
রেবতীর স্বামী জানান, তাদের ছোট ছেলে শ্রীতেজ দক্ষিণী তারকা আল্লু অর্জুনের ভক্ত। ‘আমাদের ছেলে শ্রীতেজকে সবাই পুষ্পা বলে ডাকে। আমরা পরিবারের সবাই মিলে ছবিটি দেখতে যাই, কিন্তু এই ট্র্যাজেডি মেনে নেওয়া আমাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে,’ বলেছেন তিনি।
পুলিশ জানিয়েছে, আল্লু অর্জুনের আকস্মিক আগমন এবং প্রেক্ষাগৃহের অব্যবস্থাপনার কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভিড় সামাল দেওয়ার জন্য কোনো বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ছিল না। দুর্ঘটনায় গুরুতর আহত শ্রীতেজ বর্তমানে হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন। ডাক্তারদের মতে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও পর্যাপ্ত পর্যবেক্ষণ প্রয়োজন।
thebgbd.com/NIT