ঢাকা | বঙ্গাব্দ

জাতিসংঘ মানবাধিকার প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলা

জাতীয় পরিষদের স্পিকার ও মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী জর্জ রদ্রিগেজ জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের সঙ্গে দেশের যেকোনো সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।
  • নিজস্ব প্রতিবেদক | ০৩ জুলাই, ২০২৫
জাতিসংঘ মানবাধিকার প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলা ফাইল ছবি

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ককে অবাঞ্ছিত ব্যক্তি (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করেছে ভেনেজুয়েলার জাতীয় পরিষদ। মঙ্গলবার (১ জুলাই) সংসদে ভোটের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয় দেশটির আইনপ্রণেতারা।


ভেনেজুয়েলায় নির্বিচারে গ্রেপ্তার, গুম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সম্প্রতি প্রকাশ্যে সমালোচনা করেন ভলকার তুর্ক। তার কার্যালয়ের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির মানবাধিকার পরিস্থিতির আরও অবনতি ঘটছে। এ প্রতিবেদনকে ‘আগ্রাসন’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার।


জাতীয় পরিষদের স্পিকার ও মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী জর্জ রদ্রিগেজ জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের সঙ্গে দেশের যেকোনো সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।


এর আগেও জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ভেনেজুয়েলা। যদিও এমন ঘোষণার কোনো তাৎক্ষণিক আন্তর্জাতিক আইনগত বা কূটনৈতিক প্রভাব পড়ে না বলেই মনে করা হচ্ছে।


thebgbd.com/NIT