ঢাকা | বঙ্গাব্দ

৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

৪৫তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৬ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
  • নিজস্ব প্রতিবেদক | ০৩ জুলাই, ২০২৫
৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা ছবি : সংগৃহীত।

৪৫তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৬ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ১৬ জুলাই সকাল ১০টা থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। প্রথম দিন ১০৮ জন প্রার্থী অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ ক্যাডারের ২০৬ জন, সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ১৮১ জন এবং শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের পদগুলোর ৬৫ জনসহ মোট ৪৫২ জন প্রার্থীর মৌলিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

‎এছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd এ প্রকাশ করা হবে।

‎বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ঠিকানায় মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে।

thebgbd.com/NA