ঢাকা | বঙ্গাব্দ

রাইসিকে উদ্ধার করতে গিয়ে ৩ উদ্ধার কর্মী নিখোঁজ

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনায় উদ্ধার কাজে যাওয়া তিন জন উদ্ধারকর্মী নিখোঁজ রয়েছেন।
  • | ২০ মে, ২০২৪
রাইসিকে উদ্ধার করতে গিয়ে ৩ উদ্ধার কর্মী নিখোঁজ সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনায় উদ্ধার কাজে যাওয়া তিন জন উদ্ধারকর্মী নিখোঁজ রয়েছেন।


আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্টের এক মুখপাত্রে বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে।


ওই মুখপাত্র বলেন, অনুসন্ধান দলগুলো যেখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তার কাছাকাছি রয়েছে।


সম্ভাব্য ভারী বৃষ্টিতে ঠান্ডা আরও তীব্র হওয়ার আশঙ্কা করছে উদ্ধারকর্মীরা। এ কারণে উদ্ধার তৎপরতার গতি ধীর হতে পারে বলেও মনে করছেন তারা।


ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ানকে বহন করা হেলিকপ্টার রোববার আজারবাইজান সীমান্তের পাহাড়ি এলাকা অতিক্রমের সময় বিধ্বস্ত হয়।

দুর্ঘটনাস্থল থেকে আসা খবর খুবই উদ্বেগজনক বলে জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা।