অর্থপাচার ও ঋণ জালিয়াতির অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ এবং পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২ জুলাই) দুদক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি বলেন, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে মেসার্স এমএ ট্রেডিং, মেসার্স মোস্তফা অ্যান্ড কোং এবং মেসার্স সাইফুল অ্যান্ড কোং নামের তিনটি কাগুজে প্রতিষ্ঠানের নামে ভূয়া কাগজপত্র তৈরি করে ২৭০ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ করেন। এর মধ্যে ৯০ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। পাচার করা অর্থ পরে এস আলম গ্রুপের মালিকানাধীন একটি প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়।
মামলায় আসামি করা হয়েছে এস আলম গ্রুপের শীর্ষ দুই কর্মকর্তাসহ রিলায়েন্স ফিন্যান্স, মারিন ভেজিটেবল অয়েল এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের। এর মধ্যে রয়েছেন প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার), রিলায়েন্স ফিন্যান্সের পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ হাসান ও শাহানা ফেরদৌস, নির্বাহী ভাইস প্রেসিডেন্ট রাশেদুল হক, ম্যানেজার নাহিদা রুনাই, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী আহমেদ আমাল ও ডেপুটি ম্যানেজার জুমারাতুল বান্না।
এছাড়া, মামলায় আরও রয়েছেন মারিন ভেজিটেবল অয়েলের সাবেক এমডি জহির আহমেদ, পরিচালক টিপু সুলতান এবং তিন প্রতিষ্ঠানের নাম ভাঙানো ব্যক্তিরা—আবদুল্লাহ আল মামুন, গোলাম মোস্তফা ও সাইফুল ইসলাম।
দুদক জানিয়েছে, তদন্তে আরও তথ্য উঠে আসতে পারে এবং প্রয়োজনে মামলার পরিধিও বাড়ানো হতে পারে।
thebgbd.com/NIT