ঢাকা | বঙ্গাব্দ

আবারও বেড়েছে সবজির দাম

  • নিজস্ব প্রতিবেদক | ০৪ জুলাই, ২০২৫
আবারও বেড়েছে সবজির দাম ফাইল ছবি

রাজধানীর কাঁচাবাজারে আবারও বেড়েছে সবজির দাম। দুই সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজি কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়ে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। তবে কিছুটা স্বস্তি মিলছে ব্রয়লার ও সোনালি মুরগির দামে।


কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, গ্রীষ্মকালীন সবজি ঝিঙে, চিচিঙ্গা ও ধুন্দুল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে, যা আগে ছিল ৪০ থেকে ৫০ টাকা। বরবটি ও কাকরোলের দাম দাঁড়িয়েছে ৪০ থেকে ৬০ টাকা, আর বেগুন ধরনভেদে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা।


ক্রেতারা অভিযোগ করেছেন, বাজার ব্যবস্থাপনায় গাফিলতি এবং নজরদারির অভাবেই বাড়ছে সবজির দাম। তবে বিক্রেতারা বলছেন, বর্ষায় সরবরাহ কম থাকায় এ বাড়তি দর।


অন্যদিকে, মুরগি ও মাংসের দামে তেমন পরিবর্তন নেই। সোনালি মুরগি প্রতি কেজি ২৫০ থেকে ৩০০ এবং ব্রয়লার মুরগি ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।


মাছের বাজারেও কিছুটা স্থিতিশীলতা দেখা গেছে। চাষের রুই বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪৫০, তেলাপিয়া ২৫০ থেকে ২৮০ এবং পাঙাশ ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে।


thebgbd.com/NIT