ঢাকা | বঙ্গাব্দ

নিজেদের ভুলের কারণেই আ. লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: রিপন

  • নিজস্ব প্রতিবেদক | ০৪ জুলাই, ২০২৫
নিজেদের ভুলের কারণেই আ. লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: রিপন ফাইল ছবি

আওয়ামী লীগের নিজেদের ভুলের কারণেই তাদের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। শুক্রবার (৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের আয়োজনে অনুষ্ঠিত প্রতীকী সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশটি দেশে লুকিয়ে থাকা আওয়ামী দোসরদের গ্রেপ্তার এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আয়োজিত হয়।


রিপন বলেন, ২০০৮ সালের নির্বাচনও ছিল বিতর্কিত। পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে ভারতের আধিপত্য প্রতিষ্ঠা করা হয়েছিল। সে সময় যেসব সরকারি কর্মকর্তা বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করেছেন, তারা এখন প্রমোশনের জন্য তদবির করছেন। তিনি এসব কর্মকর্তাকে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।


তিনি আরও বলেন, আওয়ামী লীগ এখন জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে, গণতন্ত্র ধ্বংস করেছে এবং মুসলিম লীগের পথে হাঁটছে। যারা বিনা ভোটের নির্বাচন করেছে, তারাই আজ প্রমোশন চাচ্ছে। তাদের মাধ্যমে দেশে আর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সম্ভব নয়।


thebgbd.com/NIT