ঢাকা | বঙ্গাব্দ

রেড ক্রিসেন্ট বিধ্বস্ত হেলিকপ্টারের কাছে পৌঁছেছে

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের খোঁজ মিলেছে । রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দলের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ইরানের গণমাধ্যম।
  • | ২০ মে, ২০২৪
রেড ক্রিসেন্ট বিধ্বস্ত হেলিকপ্টারের কাছে পৌঁছেছে সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের খোঁজ মিলেছে । রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দলের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ইরানের গণমাধ্যম। 


এক বিবৃতিতে ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, ‘প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনাস্থলে পৌঁছেছে রেড ক্রিসেন্টের অনুসন্ধান ও উদ্ধারকারী দল।’ তবে ইরানের প্রেসিডেন্ট রাইসি ও তাঁর সহযাত্রীরা বেঁচে আছেন কী না তা জানায়নি রেড ক্রিসেন্ট। 


এর আগে রাইসিকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার স্থানে তাপের উৎস শনাক্ত করে তুরস্কের ড্রোন। রেড ক্রিসেন্ট জানায়, সে স্থানের উদ্দেশে যাচ্ছে ৭৩টি উদ্ধারকারী দল। এদের মধ্যে উদ্ধারকারী কুকুরও রয়েছে। তবে আবহাওয়া খারাপ হওয়ায় উদ্ধারকাজে ব্যঘাত ঘটছে। 


রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি গতকাল রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার শিকার হয়। একই হেলিকপ্টারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন।

(খবর আল জাজিরার)