ঢাকা | বঙ্গাব্দ

আলোচনায় প্রস্তুত হামাস

গাজায় বন্দীদের মুক্ত করার পরে ইসরায়েল ‘তাদের আগ্রাসন পুনরায় শুরু করবে না’ এমন নিশ্চয়তা দাবি করেছে হামাস।
  • অনলাইন ডেস্ক | ০৫ জুলাই, ২০২৫
আলোচনায় প্রস্তুত হামাস বিধ্বস্ত গাজা।

হামাস শুক্রবার জানিয়েছে, তারা গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ‘অবিলম্বে’ আলোচনা শুরু করতে প্রস্তুত। গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


২১ মাস ধরে রক্তক্ষয়ী সংঘাতে বিধ্বস্ত গাজা উপত্যকায় আশার নতুন আলো দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনার বিষয়ে ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে আলোচনা করার পর এবং সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের আগে হামাস জানিয়েছে, তারা ‘তাৎক্ষণিকভাবে’ আলোচনায় বসতে প্রস্তুত।  


হামাস আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যস্থতাকারীদের কাছ থেকে প্রাপ্ত মার্কিন-সমর্থিত খসড়া যুদ্ধবিরতি প্রস্তাবের শর্তাবলী বাস্তবায়নের জন্য  তারা অবিলম্বে ও গুরুত্ব সহকারে আলোচনায় বসতে প্রস্তুত।


একইসঙ্গে হামাস মিত্র ইসলামিক জিহাদও আলোচনায় সম্মতি দিয়েছে, তবে তারা চায়— এ আলোচনার মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দেওয়া হোক। তাদের মতে, কেবল সাময়িক যুদ্ধবিরতি নয়, দীর্ঘমেয়াদি সমাধানই এ সংকট নিরসনের একমাত্র পথ। তবে, গাজায় বন্দীদের মুক্ত করার পরে ইসরায়েল ‘তাদের আগ্রাসন পুনরায় শুরু করবে না’ এমন নিশ্চয়তা দাবি করেছে হামাস।


সূত্র: এএফপি


এসজেড