আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে এখনও আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিষয়টি এখনো অস্পষ্ট, কেবল আলোচনা চালানোর জন্য আলোচনা হচ্ছে।
রবিবার (৬ জুলাই) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, “পিআর পদ্ধতি একটি ধারণা, যা বিভিন্ন দেশে বিভিন্নভাবে কার্যকর হয়। যারা এটি বাস্তবায়নের কথা বলছেন, তারা কীভাবে এটি কার্যকর হবে সে বিষয়ে কোনো সুস্পষ্ট রূপরেখা দিচ্ছেন না। ফলে বিষয়টি এখনও অস্পষ্ট রয়ে গেছে।”
তিনি বলেন, “একসময় ইভিএম পদ্ধতি চালু করার জন্য ব্যাপক প্রচার, প্রশিক্ষণ ও ব্যয় করা হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত তা পুরোপুরি কার্যকর হয়নি। অথচ ইভিএম শুধু ভোটগ্রহণ পদ্ধতির পরিবর্তন ছিল। আর পিআর পদ্ধতি হলে গোটা নির্বাচনী ব্যবস্থা বদলে যাবে। এত বড় পরিবর্তনের আগে জনগণকে সম্পৃক্ত করা প্রয়োজন।”
বিএনপির সংস্কারপ্রচেষ্টা নিয়ে প্রশ্ন তোলা অনুচিত উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, “সংস্কার হতে হবে জনগণের স্বার্থে, কোনো দলের সুবিধার জন্য নয়। বড় ধরনের পরিবর্তন চিন্তাভাবনা করেই আনতে হবে।”
thebgbd.com/NA