ঢাকা | বঙ্গাব্দ

মুসিয়ালার ভয়াবহ ইনজুরি, কতদিন লাগবে ফিরতে?

ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজির বিপক্ষে মারাত্মক ইনজুরিতে পড়েছেন বায়ার্ন মিউনিখের তরুণ তারকা জামাল মুসিয়ালা।
  • নিজস্ব প্রতিবেদক | ০৬ জুলাই, ২০২৫
মুসিয়ালার ভয়াবহ ইনজুরি, কতদিন লাগবে ফিরতে? ছবি : সংগৃহীত।

ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজির বিপক্ষে মারাত্মক ইনজুরিতে পড়েছেন বায়ার্ন মিউনিখের তরুণ তারকা জামাল মুসিয়ালা। গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মার সঙ্গে সংঘর্ষে তার বাঁ পায়ের গোড়ালি ভেঙে গেছে। জার্মান সংবাদমাধ্যম বিল্ড জানিয়েছে, সেরে উঠতে মুসিয়ালার চার থেকে পাঁচ মাস সময় লাগতে পারে।


শনিবার (৫ জুলাই) অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে পিএসজির কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বায়ার্ন। সেই সঙ্গে তারা হারায় দলের অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাটাকিং মিডফিল্ডার মুসিয়ালাকেও।


ঘটনাটি ঘটে প্রথমার্ধের যোগ করা সময়ে। সতীর্থের পাসে ডি-বক্সে ঢুকে বল দখলের চেষ্টা করছিলেন মুসিয়ালা। ঠিক তখনই এগিয়ে এসে বল ধরেন পিএসজি গোলরক্ষক ডোনারুম্মা। দুইজনের সংঘর্ষে মুসিয়ালার পা বেকায়দায় পড়ে এবং তার গোড়ালিতে চরম আঘাত লাগে। সঙ্গে সঙ্গেই তিনি স্ট্রেচারে মাঠ ছাড়েন, আর মাঠেই কান্নায় ভেঙে পড়েন ডোনারুম্মা।


চিকিৎসা পরীক্ষার আগেই সময় নির্দিষ্ট করে বলা না গেলেও ধারণা করা হচ্ছে, মুসিয়ালা মাঠে ফিরতে পারবেন না কমপক্ষে চার থেকে পাঁচ মাস। ফলে তিনি বুন্দেসলিগার নতুন মৌসুমের শুরু এবং চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো মিস করতে পারেন।


২২ বছর বয়সী এই জার্মান তারকা গত মৌসুমে বায়ার্নের হয়ে ৪৪ ম্যাচে ২১ গোল ও ৮ অ্যাসিস্ট করেছিলেন। ড্রিবলিং, পাসিং ও ফিনিশিংয়ে সমান দক্ষতা রাখেন তিনি। ফলে মুসিয়ালার অনুপস্থিতি নতুন মৌসুমের শুরুতে বায়ার্নের আক্রমণভাগের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।


উল্লেখ্য, এর আগেও গত এপ্রিল মাসে গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন মুসিয়ালা, যার কারণে মৌসুমের শেষদিকের কয়েকটি ম্যাচ খেলতে পারেননি।


thebgbd.com/NA