সাম্প্রতিক সময়ে দেশে আবারও বিষাক্ত রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের উপস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন এলাকায় এ সাপের দেখা মিলেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পোস্ট করেছেন। যদিও এখন পর্যন্ত কারও সাপের কামড়ে আক্রান্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
সবচেয়ে সাম্প্রতিক ঘটনা হলো, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মার চরাঞ্চলের সুতালড়ি ইউনিয়ন থেকে একটি রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। রোববার (৬ জুলাই) সকালে চরাঞ্চলের বালিয়াঘোপা গ্রামসংলগ্ন পদ্মা নদীতে স্থানীয় এক জেলের চায়না দোয়াড়ি জালে আটকে পড়ে বিষাক্ত সাপটি।
গণমাধ্যমকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সুতালড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউসুফ বেপারী। পরে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ডিপ ইকোলজি ও স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের সভাপতি সৈয়দা অনন্যা ফারিয়া-কে বিষয়টি জানানো হলে, বিকেলে তিনি দলসহ গিয়ে সাপটি উদ্ধার করেন।
সৈয়দা অনন্যা ফারিয়া জানিয়েছেন, “বন বিভাগের সঙ্গে কথা বলে সাপটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
এ বিষয়ে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শামিম মিয়া বলেন, “রাসেল ভাইপারের বিষ হেমোটক্সিন ধরনের, যা মানুষের শরীরে প্রবেশ করলে মাংস পচে যেতে পারে। এটি অত্যন্ত বিপজ্জনক।”
thebgbd.com/NA