ঢাকা | বঙ্গাব্দ

কারা আছেন বিশ্বকাপ দলে, জানেন না মাশরাফী

নাটকীয়তা শেষে গত সপ্তাহে ১৯তম দল হিসেবে বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এরপর সে দল নিয়ে হয়েছে কত আলোচনা, সমালোচনা ও বিশ্লেষণ।
  • | ২০ মে, ২০২৪
কারা আছেন বিশ্বকাপ দলে, জানেন না মাশরাফী মাশরাফী বিন মোর্ত্তজা

নাটকীয়তা শেষে গত সপ্তাহে ১৯তম দল হিসেবে বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এরপর সে দল নিয়ে হয়েছে কত আলোচনা, সমালোচনা ও বিশ্লেষণ। তবে টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা সেসব নিয়ে কোনো খবরই রাখেননি। 


যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে আগামী ২ জুন পর্দা উঠবে নবম বিশ্ব আসরের। ২০০৭ সালে শুরুর আসর থেকে নিয়ে এর আগে আট আসরের সবকটিতেই খেলেছে বাংলাদেশ। তবে সংক্ষিপ্ত সংস্করণের এ বিশ্ব আসরে খুব একটা সাফল্য নেই টাইগারদের। সর্বোচ্চ প্রাপ্তি, প্রথম আসরে সুপার-৮ খেলা। পরের সাতটি আসর যেন সীমাবদ্ধ ছিল শিক্ষা সফরেই।


বারবার হতাশ করা টিম টাইগার এবার কতদূর যাবে, এমন প্রশ্নে ছিল সাবেক অধিনায়ক মাশরাফীর কাছে। জানতে চাওয়া হয়েছিল, এবারের দল নিয়ে তার প্রত্যাশার কথা।


মাশরাফী গণমাধ্যমকে এ বিষয়ে বলেন:


কতদূর যাবে বলতে পারছি না। আশা করি ভালো করবে। আমি অবশ্যই চাই, বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক। তবে উইকেট, কন্ডিশন, দলের ফর্মের ওপর নির্ভর করছে কতদূর যাবে। প্রথম রাউন্ড পার হলে তারপর সুপার-৮। এরপর বলা যাবে। আগে থেকে কিছু বলা যাচ্ছে না।


তবে দল নিয়ে অনেক প্রত্যাশা রাখলেও টাইগারদের সাবেক অধিনায়ক জানেন না, কারা আছেন বাংলাদেশ দলের স্কোয়াডে। অথচ গত ১৪ মে দল ঘোষণার পর অনেক সাবেক ক্রিকেটারই কথা বলেছেন স্কোয়াড নিয়ে। সামাজিক মাধ্যমেও জোর চর্চা চলছে ১৫ জনের স্কোয়াড নিয়ে।

অফফর্মে থাকা লিটন দাসের দলে জায়গা পাওয়া নিয়ে হচ্ছে আলোচনা-সমালোচনা। মোহাম্মদ সাইফউদ্দিনের বাদ পড়া আর মেহেদী হাসান মিরাজকে না রাখাও নিয়ে হচ্ছে কথা। এর কিছুই কি জানেন না মাশরাফী।


চার বছর আগেও জাতীয় দলের নেতৃত্বে থাকা মাশরাফীকে বিশ্বকাপ স্কোয়াড নিয়ে প্রশ্ন করতেই উত্তর দিলেন, ‘টিম দেখিনি। জানি না কারা আছে।


অবশ্য দল ঘোষণার পরদিনই নিজের সামাজিক মাধ্যম থেকে উত্তসূরিদের শুভ কামান জানিয়েছেন মাশরাফী।