বান্দরবানে টানা বৃষ্টিপাতে বাড়ছে সাঙ্গু নদীর পানি, তৈরি হয়েছে পাহাড় ধসের আশঙ্কা। আতঙ্কে দিন কাটছে নদী তীরবর্তী ও পাহাড়-ঘেঁষা এলাকার বাসিন্দাদের।
বুধবার (৯ জুলাই) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল জানান, বৃষ্টিপাত আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে, ঝুঁকিতে রয়েছেন পাহাড়ি এলাকার মানুষ।
পাহাড়ধসের শঙ্কা দেখা দিয়েছে লাঙ্গিপাড়া, বালাঘাটা, কালাঘাটা, ক্যাচিংঘাটা ও সাইঙ্গা এলাকায়। এরই মধ্যে রুমা উপজেলার আশ্রম পাড়ায় গভীর রাতে একটি পাহাড় ধসে পড়েছে। যদিও কেউ হতাহত হয়নি, তবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।
অনিয়ন্ত্রিত পাহাড় কাটার কারণে পাহাড় ধসের ঝুঁকি বাড়ছে লামা, থানচি, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি এলাকাতেও।
জেলা সদরের সঙ্গে অন্যান্য উপজেলার যোগাযোগ এখনো স্বাভাবিক থাকলেও কিছু সড়কে পাহাড় ধসের মাটি পড়ে চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, সাতটি উপজেলার ইউএনওদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তৈরি করা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, রাখা হচ্ছে সার্বক্ষণিক যোগাযোগ।
পাহাড়ি এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
thebgbd.com/NIT